ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘মোদীকে হারাতে ষড়যন্ত্র করছে চীন-পাকিস্তান’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ৬ জুন ২০১৮

ভারতে আগমী ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদী যাতে ক্ষমতায় আসতে না পারেন তার জন্য গভীর ষড়যন্ত্র করছে চীন-পাকিস্তান। এ অভিযোগ করেছেন কর্ণাটকের বিজেপি রাজ্য সভাপতি সিটি রবি। বেঙ্গালোরের এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, কংগ্রেস আজ একটি মামুলি দলে পরিণত হয়েছে। মোদী আতঙ্কেই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি বিজেপির বিরুদ্ধে জোট বেধেছে।    

জাতীয় ও আন্তর্জাতিকভাবে মোদীকে হটানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মোদী ক্ষমতায় এলে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই শত্রু দেশগুলো চাইছে মোদী যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে।

এসময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী ২০১৯ সালের নির্বাচনে বিপুল আসন পেয়ে জয় পাবে মোদী।

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি